রবিবার, ৬ নভেম্বর, ২০১১

অফুরন্ত ভান্ডার এর মালিক আল্লাহ।

দুনিয়াতে যত দিন একজনও মানুষ থাকবে যিনি পরম করুনাময় আল্লাহকে স্বরণ করবেন। ততদিন পর্যন্ত এই দুনিয়া আল্লাহ তায়ালা ধংস করবেন না। এটা আল্লাহ তায়ালার পক্ষ থেকে মুসলমান তথা আল্লাহর পছন্দের বান্দাদের জন্য করুনা বা নেয়ামত। আবার যে মানুষগুলো পরকালে আল্লাহুর বিচার ফায়সালার পর বেহেস্তবাসী হইবেন তাহাদের মধ্য একজন ব্যাক্তি এমন সম্পদের অধিকারী হবেন যে তার সম্পদ এই দুণিয়ার দশ গুণের কম হবে না। ঐ লোকদের মধ্য এমন লোক ও থাকিবে যাহারা দুনিয়া থেকে তিল পরিমান ইমান নিয়ে কবরবাসী হইবেন। পাঠক এবার ভাবুন দুনিয়াতে শুরু থেকে কত লোক এই পর্যন্ত আসছেন আর কত লোক শেষ পর্যন্ত আসবেন। এদের মধ্যে কমপক্ষে তিল পরিমান  ইমান নিয়ে কত জন কবরবাসী হইবেন। এককথায় তা গুণে বা বলে শেষ করা যাবে না। তাহলে এই এর প্রত্যেকজন কমপক্ষে দুনিয়ার দশ গুন সম্পদের মালিক হইবেন। এর বেশী কি পরিমান তা আল্লাহ ই ভাল জানেন। ভেবেছেন এই সম্পদ কোথায় আছে। কোথার থেকে আল্লাহ তায়ালা এই সম্পদ দিবেন। ভাবলে আপনি কি পাইবেন তা আমি জানিনা কিন্তু আমি জানি তা আল্লাহুর পক্ষে একেবারেই পানির মত সহজ। আল্লাহুর কাছে কোন কিছুর ঘাটতি নাই। তিনি যা ইচ্ছা করেন তাই হয়। তবু আমি আপনাদের জ্ঞাতার্থে এখানে কিছু পেশ করিতে চাই। আর তাহল মানুষের জ্ঞান আল্লাহর দান। আর মানুষকে আল্লাহ চিন্তা করার শক্তি দিয়েছেন। সেই মতে আমরা বিজ্ঞান বলে একটা বিষয় জানি। সেই বিজ্ঞানের কল্যানে আমরা জেনেছি যে আমরা একটি সৌর জগতের বাসিন্দা একটি সৃর্যকে কেন্দ্র করে আমরা আছি। পৃথিবী তার একটি গ্রহ মাত্র এরকম আরো অনেক গ্রহ আছে। আমরা যখন স্কুলের ছাত্র ছিলাম তখন পড়তাম 7 টি গ্রহ তারপর হলো 9 টি 11 টি আর উপগ্রহের তো হিসাব বাড়তেই আছে। একটি সৃর্যকে কেন্দ্র করে আল্লাহ কত যে সৃষ্টি করে রেখেছেন তা একমাত্র আল্লাহ পাকই ভাল বলতে পারবেন। তার উপর ইদানিং কোন কোন বিজ্ঞানী আবার বলছেন সৃর্য একটি নয় এরকম আরো অনেক সৃর্য আছে। তাহলে সেই সৃর্যের একটি পরিবার আছে। সেখানে কি আছে তা কে বলবে একমাত্র আল্লাহ ছাড়া। এগুলো আসলে মানুষকে আল্লাহুর পক্ষ থেকে সামান্য ইংগিত মাত্র যে মানুষ তোমরা দেখ আমার ভান্ডারের বিশালত্ব কত যা তোমরা কোনদিনই হিসাব করে বলতে পারবে না। পাঠক বুঝুন তাহলে কেন আল্লাহ এমন সব পুরস্কার দেওয়ার ঘোষনা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। আল্লাহুর ভান্ডারে কোন কিছুর অভাব নেই। তিনি যা ইচ্ছা করেন তাই হয়। তিনি সব কিছুর মালিক তিনি পরম করুনাময় দয়ালু আল্লাহ। আমরা তার করুনা পাব সেই আশা করছি।  

1 টি মন্তব্য: