মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১২

আউটসোর্সিং এর নামে প্রতারনা

আউটসোর্সিং এর নামে প্রতারনা
জড়িত সাউড গুলোর তালিকা দিয়েছে বাকস

ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং ইন্টারনেট দুনিয়ায় একটি জনপ্রিয় বিষয়। বিশ্বের সংগে তাল মিলিয়ে বাংলাদেশের তরুন প্রজন্ম ও এগিয়ে চলেছে এ পথে। কিন্তু দূঃখের বিষয় হচ্ছে একটি প্রতারক চক্র এই স্বাধীন পেশাকে কলুষিত করছে। আর তাই এ সমস্যা থেকে পরিত্রান পেতে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বাকস) কয়েক দফা উদ্যেগ নিয়েছে। বাকস সম্প্রতি সংবাদ সম্মেলন করে সাধারণ মানুষকে সচেতন করেছে এবং এ্কই সংগে যারা অনলাইন আয়ের নামে প্রতারনা করছে এমন 52 টি প্রতিষ্ঠানকে চিহ্নিত করে তালিকা প্রকাশ করেছে। আউটসোর্সিংয়ে নির্ভর যোগ্য 07 টি প্রতিষ্ঠানের আলিকাও্র সরবরাহ করেছে তথ্য প্রযুক্তির বিকাশে বাংলাদেশে প্রতিনিধীত্বকারী এই সংগঠনটি। সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইনে আউট সোর্সিংয়ের মাধ্যমে আয় করতে কোন অর্ত বিনিয়োগ করার প্রয়োজন নেই। শ্রম ও মেধাই এ ক্ষেত্রে একমাত্র সম্বল। তবে অনলাইনে আয়ের নামে যারা প্রতারনা করছে তারা সদস্য ফরম পূরন থেকে শুরু করে সদস্য সংগ্রহে কমিশন পর্যন্ত চালু করেছে তা কোন ভাবেই আউটসোর্সিংএর সংজ্ঞায় পড়ে না। তারপরও এবিষয়ে দেশের সম্বভনাময়ী তরুন প্রজন্মের সরলতা এবং অজ্ঞতার সুযোগ নিয়ে গত কয়েকমাস ধরে বেশ কিছু ভূইফোড় প্রতিষ্ঠান প্রতারনা করছে। দেশের যুবসমাজকে প্রাতরাক চক্রয়ের হাত থেকে রক্ষা করতে এ তালিকা তৈরি করা হয়েছে বলে জানা গেছে। তালিকা অনুযায়ী যারা আইটিতে দক্ষ এবং আউটসোর্সিংএ কাজ করতে আগ্রহী তারা ঘরে বসে আয় করতে চাইলে নিম্নে উল্লেখিত সাইডগুলিতে ভিজিট করতে বলা হয়েছে।
 oDesk.com,
Freelancer.com,
vWorker.com,
Elance.com, 
GetACoder.com,
ScriptLance.com
ThemeForest.net,
GraphicRiver.net এবং
ActiveDen.com

অপরদিকে প্রতারক চক্রের হাত থেকে রক্ষ পেতে হলে নিম্নোক্ত সাইটগুলো থেকে সতর্ক থাকতে বলা হয়েছে। প্রতারক সাইটগুলোর ঠিকানা
dolencer.com,
bdfreelancing.com,
skylancers.com,
skywalker.com,
lancetech.com,
adssourching.com,
newsheraton.com,
visionaddworld.com,
makegem.com,
googleaddclick.com,
newsherasion.com,
diggnity.com,
quickarns.com,
workfordollar.com,
adverview.com,
airypal.com,
clocksnetwork.com,
midds.org,
adslink-bd.com,
eyelancer.com,
alertpayclick.com,
microbiz.com,
adzzon.com,
uniquelancer.com,
ptcbank.net,
bestelance.com,
freedesklancer.com,
intadfoendation.com,
paradiseusainc.com,
earningsip.com,
skywalkerltd.com,
uniqsot.com,
microclicker.com,
onlineaddclick.com,
onlinenet2work.com,
esource.com.bd,
bdsclickcenter.com,
scamadviser.com,
eclixsence.com,
foxclicks.com,
allictsolution.com,
world4earn.com,
dreamkite.com,
megatypers.com,
minutelancer.com,
3gclick.com,
affaritrack.com,
clixworld.com,
microlancer.com,
orkit-net.com,
Ifreelancerit.net
প্রসঙ্গত এ তালিকাটি পূর্নাঙ্গ নয়। কেবল প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। তবে প্রতারনা থেকে বাচার সহজ উপায় হচ্ছে কোন আউটসোর্সিং প্রতিষ্ঠানে কাজ করতে টাকা পয়সা খরচ করতে হবে না। আর প্রতারক সাইডে কাজ করতে হলে অগ্রিম টাকা খরচ করতে হবে এ পার্থক্যটুকু বুঝলেই যথেষ্ট।

(সূত্রঃ দৈনিক যুগান্তর 17ই জুলাই-2012 আইটি বিশ্ব)


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন