সোমবার, ১১ জুন, ২০১২

ফেসবুক এ আপলোড করা ছবি থার্ডপার্টি বিজ্ঞাপন দাতাদের থেকে রক্ষা করুন

আপনি জানেন কি? ফেসবুকে আপনার আপলোড করা ছবি এখন তৃত্বীয় পক্ষ বিজ্ঞাপন দাতা  বিজ্ঞাপনের কাজে তা ব্যবহার করছে। আপনি যখন ফেসবুকে একাউন্ট ওপেন করেছেন তখন এমন করার অনুমতি আপনি ফেসবুক কে দিয়েছেন তাই এটা ফেসবুকের জন্য বৈধ। তৃত্বীয় পক্ষ আপনার আপলোড করা ছবি বিজ্ঞাপনের কাজে ব্যবহার করে অন্যকে আকৃষ্ট করার চেষ্টা করছে। কিন্তু আপনি চাইলে এই বিজ্ঞাপনের হাত থেকে বেঁচে থাকতে পারেন এজন্য আপনাকে নিম্নের কাজগুলি করতে হবে।
আপনার ফেসবুক একাউন্ট ওপেন করে হোম এর এ্যারো বাটনে ক্লিক করে একাউন্ট সেটিংস এ ক্লিক করুন এর পর বাম পাশে ফেসবুক এডস এ ক্লিক করুন। তারপর এডিট থার্ড পার্টি এ্যাড সেটিংস ক্লিক করুন If we allow this in the future, show my information to এই জায়গাতে নো অন সিলেক্ট করুন এবার সেভ চেঞ্জ করে বের হয়ে আসুন।