মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১২

আউটসোর্সিং এর নামে প্রতারনা

আউটসোর্সিং এর নামে প্রতারনা
জড়িত সাউড গুলোর তালিকা দিয়েছে বাকস

ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং ইন্টারনেট দুনিয়ায় একটি জনপ্রিয় বিষয়। বিশ্বের সংগে তাল মিলিয়ে বাংলাদেশের তরুন প্রজন্ম ও এগিয়ে চলেছে এ পথে। কিন্তু দূঃখের বিষয় হচ্ছে একটি প্রতারক চক্র এই স্বাধীন পেশাকে কলুষিত করছে। আর তাই এ সমস্যা থেকে পরিত্রান পেতে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বাকস) কয়েক দফা উদ্যেগ নিয়েছে। বাকস সম্প্রতি সংবাদ সম্মেলন করে সাধারণ মানুষকে সচেতন করেছে এবং এ্কই সংগে যারা অনলাইন আয়ের নামে প্রতারনা করছে এমন 52 টি প্রতিষ্ঠানকে চিহ্নিত করে তালিকা প্রকাশ করেছে। আউটসোর্সিংয়ে নির্ভর যোগ্য 07 টি প্রতিষ্ঠানের আলিকাও্র সরবরাহ করেছে তথ্য প্রযুক্তির বিকাশে বাংলাদেশে প্রতিনিধীত্বকারী এই সংগঠনটি। সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইনে আউট সোর্সিংয়ের মাধ্যমে আয় করতে কোন অর্ত বিনিয়োগ করার প্রয়োজন নেই। শ্রম ও মেধাই এ ক্ষেত্রে একমাত্র সম্বল। তবে অনলাইনে আয়ের নামে যারা প্রতারনা করছে তারা সদস্য ফরম পূরন থেকে শুরু করে সদস্য সংগ্রহে কমিশন পর্যন্ত চালু করেছে তা কোন ভাবেই আউটসোর্সিংএর সংজ্ঞায় পড়ে না। তারপরও এবিষয়ে দেশের সম্বভনাময়ী তরুন প্রজন্মের সরলতা এবং অজ্ঞতার সুযোগ নিয়ে গত কয়েকমাস ধরে বেশ কিছু ভূইফোড় প্রতিষ্ঠান প্রতারনা করছে। দেশের যুবসমাজকে প্রাতরাক চক্রয়ের হাত থেকে রক্ষা করতে এ তালিকা তৈরি করা হয়েছে বলে জানা গেছে। তালিকা অনুযায়ী যারা আইটিতে দক্ষ এবং আউটসোর্সিংএ কাজ করতে আগ্রহী তারা ঘরে বসে আয় করতে চাইলে নিম্নে উল্লেখিত সাইডগুলিতে ভিজিট করতে বলা হয়েছে।
 oDesk.com,
Freelancer.com,
vWorker.com,
Elance.com, 
GetACoder.com,
ScriptLance.com
ThemeForest.net,
GraphicRiver.net এবং
ActiveDen.com

অপরদিকে প্রতারক চক্রের হাত থেকে রক্ষ পেতে হলে নিম্নোক্ত সাইটগুলো থেকে সতর্ক থাকতে বলা হয়েছে। প্রতারক সাইটগুলোর ঠিকানা
dolencer.com,
bdfreelancing.com,
skylancers.com,
skywalker.com,
lancetech.com,
adssourching.com,
newsheraton.com,
visionaddworld.com,
makegem.com,
googleaddclick.com,
newsherasion.com,
diggnity.com,
quickarns.com,
workfordollar.com,
adverview.com,
airypal.com,
clocksnetwork.com,
midds.org,
adslink-bd.com,
eyelancer.com,
alertpayclick.com,
microbiz.com,
adzzon.com,
uniquelancer.com,
ptcbank.net,
bestelance.com,
freedesklancer.com,
intadfoendation.com,
paradiseusainc.com,
earningsip.com,
skywalkerltd.com,
uniqsot.com,
microclicker.com,
onlineaddclick.com,
onlinenet2work.com,
esource.com.bd,
bdsclickcenter.com,
scamadviser.com,
eclixsence.com,
foxclicks.com,
allictsolution.com,
world4earn.com,
dreamkite.com,
megatypers.com,
minutelancer.com,
3gclick.com,
affaritrack.com,
clixworld.com,
microlancer.com,
orkit-net.com,
Ifreelancerit.net
প্রসঙ্গত এ তালিকাটি পূর্নাঙ্গ নয়। কেবল প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। তবে প্রতারনা থেকে বাচার সহজ উপায় হচ্ছে কোন আউটসোর্সিং প্রতিষ্ঠানে কাজ করতে টাকা পয়সা খরচ করতে হবে না। আর প্রতারক সাইডে কাজ করতে হলে অগ্রিম টাকা খরচ করতে হবে এ পার্থক্যটুকু বুঝলেই যথেষ্ট।

(সূত্রঃ দৈনিক যুগান্তর 17ই জুলাই-2012 আইটি বিশ্ব)


সোমবার, ১১ জুন, ২০১২

ফেসবুক এ আপলোড করা ছবি থার্ডপার্টি বিজ্ঞাপন দাতাদের থেকে রক্ষা করুন

আপনি জানেন কি? ফেসবুকে আপনার আপলোড করা ছবি এখন তৃত্বীয় পক্ষ বিজ্ঞাপন দাতা  বিজ্ঞাপনের কাজে তা ব্যবহার করছে। আপনি যখন ফেসবুকে একাউন্ট ওপেন করেছেন তখন এমন করার অনুমতি আপনি ফেসবুক কে দিয়েছেন তাই এটা ফেসবুকের জন্য বৈধ। তৃত্বীয় পক্ষ আপনার আপলোড করা ছবি বিজ্ঞাপনের কাজে ব্যবহার করে অন্যকে আকৃষ্ট করার চেষ্টা করছে। কিন্তু আপনি চাইলে এই বিজ্ঞাপনের হাত থেকে বেঁচে থাকতে পারেন এজন্য আপনাকে নিম্নের কাজগুলি করতে হবে।
আপনার ফেসবুক একাউন্ট ওপেন করে হোম এর এ্যারো বাটনে ক্লিক করে একাউন্ট সেটিংস এ ক্লিক করুন এর পর বাম পাশে ফেসবুক এডস এ ক্লিক করুন। তারপর এডিট থার্ড পার্টি এ্যাড সেটিংস ক্লিক করুন If we allow this in the future, show my information to এই জায়গাতে নো অন সিলেক্ট করুন এবার সেভ চেঞ্জ করে বের হয়ে আসুন।

সোমবার, ৭ মে, ২০১২

HOW TO GET 100% INTERNET SPEED IN YOUR PC

Every pc who are using internet connection having 20% speed reserved. But following technique to be applied for recovery of 20% speed in your PC.

Open your PC
·        click Start
·        Click Run
·        Type gpedit.msc
·        Now open Group Policy Dialog Box
·        In this box showing left up corner Administrative Templates click this options and right up corner is showing network double click this options
·        Left side is showing Qos pocket scheduler click this options and right side is showing limit reservable bandwidth double click this options.
·        Now open limit reservable bandwidth properties
·        Now select enabled  and bandwidth limit percent 0% then apply and ok
·        Restart you PC

Now you enjoy 100% internet speed in your PC.

বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১২

অনলাইনে আয়ের টাকা আনুন এলার্ট পে এর মাধ্যমে

এলার্ট পে

যারা অন লাইনে কাজ করতে চান তারা সে সাইডে কাজ করেন ঐ সাইডে তার একটি একাউন্ট ওপেন করতে হয়। কাজের বিনিময়ে প্রাপ্ত টাকা ঐ একাউন্টে জমা হয়। ফ্রিল্যান্সিং হোক ডিজাইন হোক, ওয়েবডেভলপমেন্ট বা পিটিসি সাইড যাই হোক না কেন। সাইডে কাজ করার বিনিময়ে প্রাপ্ত টাকা বাংলাদেশে আনতে গেলে আপনাকে এলার্ট পে বা মানি বুকারস এ একাউন্ট খুলতে হবে। অন লাইনে কাজের টাকা আপনাকে হাতে হাতে কেহ দিবে না।এই জন্যে আপনাকে টাকা আনার জন্য ব্যবস্থা করতে হবে। এটা কঠিন কোন বিষয় না। পে পল সেবা বাংলাদেশে এখন ও চালু হয় নাই। তাই আজ এলার্ট পে তে কিভাবে একাউন্ট করা যায় এবং তারা কিভাবে আপনার টাকা পৌছাইয়া দিবে সেই প্রসংগে আপনাদের কে কিছুটা ধারনা দিচ্ছি আজ।


এই লিংকটিতে বা আমার ব্লক সাইডে প্রদর্শিত এলার্ট পে এর বার্নারে ক্লিক করুন। এলার্ট পে এর হোম পেজটি ওপেন হবে। এখানে রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশন করার জন্য আপনার একটি ই-মেইল এড্রেস লাগবে। আশা করি আপনারা যারা ইন্টারনেট ব্যবহার করেন আপনাদের অবশ্যই ই-মেইল এড্রেস রয়েছে। রেজিষ্ট্রেশন করতে আপনার নাম ঠিকানা সঠিকভাবে লিখুন। তারপর সাবমিট করুন অন্য সকল ক্ষেত্রের মত। সবকিছু ঠিক থাকলে আপনি একটি কনফরমেশন বার্তা পাবেন। আপনি যে ই-মেইল ঠিকানা টি দিয়েছেন সেটাই আপনার এলার্ট-পে ইমেইল হিসাবে গন্য হবে। আপনার ইমেইল ঠিকানায় ও কনফরমেশন যাবে। আপনি সেখানে কাজ করবেন তারা আপনাকে এই এলার্ট পে একাউন্টে আপনার টাকা পে করবে। ঐ সকল সাইডে কাজের শেষে টারকা আনতে হলে আপনার এই এলার্ট পে একাউন্ট দাখিল করতে হবে।

এলার্ট পে টাকা পৌছানের ক্ষেত্রে যে ভাবে কাজ করে।
বর্তমানে ব্যাংক একাউন্ট এর মাধ্যমে টাকা লেনদেন চালু করছে বাংলাদেশে এলার্ট পে। এই ক্ষেত্রে আপনার একটি ব্যাংক একাউন্ট থাকতে হবে। আপনার ছবি সহ যে কোন পরিচয় পত্র, ব্যাংক ষ্ট্রেটমেন্টের কপি, আপনার ছবি স্ক্যান করে এলার্ট পে এর আপনার একাউন্টে দাখিল করলে আপনি এদেশের ব্যাংকের মাধ্যমে আপনার অর্জিত টাকা তুলতে পারবেন।
এলার্ট পে এর আর একটি সুবিধা হলো এটি আপনাকে ভিসা কার্ড প্রদান করবে। ভিসা কার্ড এর জন্য আবেদন করলে কার্ড টি আপনার ঠিকানায় পৌছাইয়া দিবে। বাংলাদেশের যে কোন এটিএম বুথ থেকে আপনি টাকা তুলতে পারবেন।